চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শনিরআখড়ার কাজলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Advertisement
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে কাজলা এলাকায় অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় সব প্রকার যান চলাচল।
এসময় শিক্ষার্থীরা 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না' 'স্বৈরাচারের বিরুদ্ধে ডায়রেক্ট অ্যাকশন' স্লোগান দিতে থাকেন।
কাজলা এলাকা ঘুরে দেখা গেছে, একদিকে শনির আখড়া থেকে আসা যাত্রাবাড়ি, গুলিস্তানের গাড়ি অন্যদিকে চাঁনখারপুল ও গুলিস্তান থেকে আসা গাড়ি আটকে থাকায় দীর্ঘ যানজটের সৃস্টি হয়েছে। এসময় মোটরসাইকেলকেও চলাচল করতে দেওয়া হয়নি।
Advertisement
আরও পড়ুন
ইউল্যাব শিক্ষার্থীদের বেড়িবাঁধ সড়ক অবরোধআন্দোলনরত শিক্ষার্থী মামুন জাগোনিউজকে বলেন, গতকাল আন্দোলনকারীদের ওপর যে হামলা হয়েছে সেটি অত্যন্ত নিন্দনীয়। আমাদের ভাই-বোনদের রক্ত ঝরানো হয়েছে। এর জবাব দিতে হবে। সড়ক অবরোধ করেছি, আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
অন্যদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
আইএইচআর/এসআইটি/এমএস
Advertisement