কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে ৩৬ মিনিটে মারাত্মক ইনজুরি হয়েছিলেন আর্জেন্টিনার তারকা লিওনেলে মেসি। তবে সেবার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সারিয়ে তুলেছিলেন মেডিক্যাল টিমের সদস্যরা। ম্যাচের ৬৪ আবারও চোট পান মেসি। তবে এবার তাকে মাঠ ছেড়েই দিতে হয়।
Advertisement
ম্যাচের বাকি খেলা মেসিকে বেঞ্চে বসেই দেখতে হয়। এসময় শিশুদের মতো কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় আর্জেন্টাইন সুপারস্টারকে। পরে পায়ের ছবি দেখে মনে হয়েছে, বড়সড় ইনজুরিতেই পড়েছেন মেসি। তারকা ফুটবলারের পায়ের এমন অবস্থা দেখে ভক্তরা ভাবছিলেন, হয়তো দীর্ঘদিন খেলার মাঠে দেখা যাবে না প্রিয় তারকাকে।
ভক্তদের সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন মেসি নিজেই। আর্জেন্টিনার প্রাণভোমরা জানিয়ে দিয়েছেন, তিনি ভালো আছেন। খুব শীঘ্রই মাঠে ফিরবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের গোড়ালির ইনজুরির বিষয়ে আপডেট দিয়েছেন মেসি। পোস্টে তিনি লেখেছেন, ‘কোপা আমেরিকা শেষ হয়েছে এবং প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে বিভিন্ন বার্তা এবং শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। আমি ভালো বোধ করছি। স্রষ্টাকে ধন্যবাদ। আশা করি, খুব শীঘ্রই আমি আবার মাঠে যেতে পারবো। যা আমি সবচেয়ে বেশি পছন্দ করি।’
Advertisement
‘আমরা একটি দল এবং এছাড়া একটি পরিবারও। এটি একটি দর্শনীয় দল। যারা আমাদের সমর্থন করছেন তাদের সবাইকে ধন্যবাদ, এই ধরনের দলের অনেক বর্তমান এবং অনেক ভবিষ্যত রয়েছে। এগিয়ে যাও আর্জেন্টিনা’-যোগ করেন মেসি।
View this post on InstagramA post shared by Leo Messi (@leomessi)
গতকাল রোববার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ১৬তম বারের মতো কোপা শিরোপা জিতেছে আার্জেন্টিনা। ১১২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
এমএইচ/এমএস
Advertisement