কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রায় রেশ ধরেই শহরে শুরু হতে চলেছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। শিশু কিশোর একাডেমি তথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সাত দিনব্যাপী উৎসবে ২৫টি দেশের ১৮০টি ছোটদের সিনেমা প্রদর্শিত হবে।রোববার বিকেল ৫টায় নন্দন ১-এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যেহেতু শিশুদের উৎসব তাই তাদের হাত ধরেই উদ্বোধন করা হয়। শিশু চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘কাফল’ ছবির পাঁচ শিশুশিল্পী অঞ্জলি নেগি, অনুরাজ সিং নেগি, হরিশ রানা, অজয় রানা ও পবন নেগি উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, বিশেষ অতিথির পদ গ্রহণ করেন ‘কাফল’ ছবির পরিচালক বাতুল মুখতিয়ার ও সভাপতিত্ব করেন শিশু কিশোর অ্যাকাডেমির সভাপতি অর্পিতা ঘোষ।ওয়াল্ট ডিজনি, চার্লি চ্যাপলিন, চলচ্চিত্র উৎসব উপলক্ষে তিনটি বিশেষ স্মারকগ্রন্থ এবং আকাদেমি প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘চির সবুজলেখা’র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। এছাড়াও কালজয়ী চলচ্চিত্র ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিনের ১২৫তম জন্মশতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে গগনেন্দ্র প্রদর্শশালায় উৎসব চলাকালীন একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।বিকেল ৫.৩০ মিনিটে নন্দন ১-এ প্রদর্শিত হয় ‘কাফল’। উৎসব চলবে ২১-২৮ ডিসেম্বর। ২২ থেকে ২৮ তারিখ প্রতিদিন নন্দন ১-২-৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, অহীন্দ্র মঞ্চ, রবীন্দ্রতীর্থ এবং স্টার থিয়েটারে প্রতিদিন ১২টা ও ২টোযর দুটি শোয় সিনেমা প্রদর্শিত হবে। ১১.৩০টা, ২.৩০ ও ৫.৩০এ তিনটি শো দেখানো হবে। প্রবেশমূল্য ২০ টাকা।
Advertisement