দেশজুড়ে

একদিন পর দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তাদের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

Advertisement

এর আগে রোববার (১৪ জুলাই) বিকেলে ভারতীয় খাসিয়াদের গুলিতে ওই দুই যুবকের মৃত্যু হয়। এ নিয়ে সোমবার দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় কালাইরাগ ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমানসহ আরও কয়েকজন বিজিবি সদস্য উপস্থিত ছিলেন।

নিহত দুই বাংলাদেশি যুবক হলেন, কোম্পানীগঞ্জের কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ।

Advertisement

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, রাত পৌনে ৮টার দিকে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত দুই যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহমেদ জামিল/এফএ/জিকেএস