জাতীয়

যন্ত্রপাতি সরবরাহ না করেই ১৬ কোটি টাকা লোপাট, দুদকের অভিযান

নির্মাণ কাজ ও ল্যাবরেটরির যন্ত্রপাতি সরবরাহ না করে প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

সোমবার (১৫ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের অভিযানে অভিযোগের প্রাথমিক তথ্য-প্রমাণ মিলেছে। সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ নামক ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির লক্ষ্যে ১৫৮ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প চলমান। প্রকল্পের কাজ শেষ না হওয়া সত্ত্বেও অর্থছাড়, টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহের নামে অর্থ আত্মসাৎ ও সংস্থাটির ১০টি ল্যাবরেটরির যন্ত্রপাতি কেনাকাটায় মিথ্যা তথ্য ব্যবহার প্রভৃতি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো তদন্তে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান চালায়।

দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর নেতৃত্বে অভিযানে আরও ছিলেন দুদকের আরেক সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান ও উপসহকারী পরিচালক মো. জাবেদ হোসেন সজল।

Advertisement

শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ। রপ্তানির আগে কাঁচাপণ্যের মান যাচাই ও প্যাকিংয়ের সুবিধার জন্য এই ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির উদ্যোগ নেয় সরকার। ২০২১ সালে নেওয়া এই প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হবে। নিয়মানুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অর্থছাড় করার কথা থাকলেও ৩০ হাজার ৬১৭ স্কয়ার ফিটের ৬ তলা ভবনের নির্মাণকাজের মাত্র পাইলিংয়ের ক্যাপের কাজ শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে সিভিল ওয়ার্কের ১২ কোটি টাকার মধ্যে ৪ কোটি ৭৫ লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিব্রিজ ইন্টারন্যাশনাল।

আরও জানা যায়, অন্যদিকে ল্যাবরেটরি আধুনিকায়নের জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউজের টক্সিকোলজি ল্যাবে নতুন ১৮টি মেশিন সরবরাহ করার কথা থাকলেও বাস্তবে সরবরাহ করেনি ঠিকাদার প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনাল। কাগজপত্রে মেশিন সরবরাহ দেখিয়ে ১১ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসএম/এমএইচআর/এমএস

Advertisement