দেশজুড়ে

পেট্রলবোমা হামলা মামলায় একজনের সাক্ষ্যগ্রহণ

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে শিশুসহ ছয়জনকে পুড়িয়ে হত্যা মামলায় আরো একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী সালাউদ্দিন ভুট্টুর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করেছেন বিচারক। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রোকনুজ্জামানের আদালতে চাঞ্চল্যকর এ মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলায় এখন ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্যপ্রদান করলেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ ও ১২ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।এদিকে, কারাগারে আটক মামলার আসামি ৫৪ জন জামায়াত-শিবির নেতাকর্মীর মধ্যে ৪৫ জনের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক একজনের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জামিন নামঞ্জুরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।উল্লেখ্য, রংপুরের মিঠাপুকুরের জায়গীরের বাতাসন এলাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ হরতালের সময় ২০১৫ সালের ১৩ জানুয়ারি গভীর রাতে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী খলিল পরিবহনের একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘটানাস্থলেই তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এসময় অগ্নিদগ্ধ হয় আরো ১৫ যাত্রী। জিতু কবীর/এআরএ/এমএস

Advertisement