রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মধ্যরাতে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।
Advertisement
সোমবার (১৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে শেকৃবি ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী এবং কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ-উদ-দৌলা হল থেকে শতাধিক শিক্ষার্থী ও ছাত্রলীগের বর্তমান নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন।
মিছিল থেকে ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘একটা একটা রাজাকার ধর, ধরে ধরে জবাই কর’, ‘ধরি ধরি ধরি না, ধরলে মোরা ছাড়ি না’- ইত্যাদি স্লোগান দেওয়া হয়।
এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে গড়া আমাদের এই শেকৃবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রতিবাদে আমরা আজ ছাত্রলীগ পরিবার গভীর রাতে সমবেত হয়েছি। আমাদের এই ক্যাম্পাসের শিক্ষার্থীরাই প্রধানমন্ত্রীকে নিয়ে আজেবাজে কথা বলেছেন।
Advertisement
‘আমাদের শরীরে একবিন্দু পরিমাণ রক্ত থাকতে এদের কাউকে ছাড় দেবো না’- বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তাসনিম আহমেদ তানিম/এমকেআর