ক্যাম্পাস

রাবির ৫ ছাত্রনেতাকে ছাত্রলীগের মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা ইস্যুতে আন্দোলনকারী পাঁচ ছাত্রনেতাকে মারধর করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনের অন্য সদস্যরা।

Advertisement

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আমবাগানে মারধরের এ ঘটনা ঘটে। পরে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন আহত ছাত্রনেতারা। এ ঘটনার প্রতিবাদে রাতে মশাল মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে।

মারধরে আহত শিক্ষার্থীরা হলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী ও ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।

অভিযুক্ত নেতাকর্মীরা হলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মনু মোহন বাপ্পা ও ছাত্রলীগ কর্মী প্রিন্সসহ আরও ৩০ নেতাকর্মী।

Advertisement

ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন বলেন, ‘আমরা চা পানের উদ্দেশ্যে আমতলায় যাই। সেখানে মনু মোহন বাপ্পার নির্দেশনায় ছাত্রলীগের কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা এ বিষয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। এর প্রতিবাদে রাতেই মশাল মিছিল করবো।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, অভিযোগ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

Advertisement