পঞ্চগড়ে রাজস্ব ফাঁকি দিয়ে কাভার্ডভ্যানে করে পাচারকালে ১২ হাজার ৫০০ কেজি চা জব্দ করেছেন কাস্টমসের কর্মকর্তারা। চাসহ গাড়িটি জব্দ করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
Advertisement
রোববার (১৪ জুলাই) রাতে সদর উপজেলার অমরখানা বোর্ড অফিস এলাকায় পঞ্চগড়-তেতুঁলিয়া মহাসড়কে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
কাস্টমস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে রাজস্ব ফাঁকি দিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে হিনো ট্রেডার্স নামের একটি কাভার্ডভ্যানে চা নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যানটির গতিরোধ করেন পঞ্চগড় কাস্টম কার্যালয়ের কর্মকর্তারা। এসময় ২৫০টি বস্তায় ১২ হাজার ৫০০ কেজি চা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ২০ লাখ টাকা।
পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ইবনে রাসেল বলেন, প্রয়োজনীয় নথিতে কিছুটা অসামঞ্জস্য থাকায় চাসহ কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। কাগজপত্র ঠিক থাকলে ভ্যাট আদায় করে ছেড়ে দেওয়া হবে।।
Advertisement
সফিকুল আলম/এসআর/এএসএম