ক্যাম্পাস

ঢাবিতে শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পিছু হটেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।

Advertisement

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় সংঘর্ষ শুরুর পর ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় একাত্তর এবং মাস্টারদা সূর্যসেন হলের ভেতরে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের আত্মরক্ষার্থে হলের গেটে তালা লাগিয়ে দেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভের মধ্যেই এই দুই হলের সামনে অবস্থা নিয়েছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অভিযোগ রয়েছে, এদিন বিকেল ৩টার আগে বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনরত এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ খবর রাজু ভাস্কর্য এলাকায় পৌঁছালে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিজয় একাত্তর হলের সামনে চলে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। 

Advertisement

আরও পড়ুন

বিজয় একাত্তর হলে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, মাঠ না ছাড়ার ঘোষণা নতুন বাজারে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

এ সময় সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীরা ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিতে থাকেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন- ইসকায়া (২৪), শাহিনুর (২৪), ফাহমিদা (২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল (২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) ও জহির (২২)।

এর আগে চলমান কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

এনএস/ইএ/এএসএম