কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার রাস্তায় নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
Advertisement
বিক্ষোভে অংশ নিয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের হাতে কোটা সংস্কারের দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গেছে।
আরও পড়ুন
ঢাবির বিক্ষোভে যোগ দিয়েছেন জবির শিক্ষার্থীরা এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের মতোই হবে: শিক্ষামন্ত্রীএদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুনবাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
Advertisement
এএএইচ/এমআইএইচএস/এএসএম