কিছুদিন আগে অবধি ছিল নানা গুঞ্জন। আর্জেন্টিনার হেড কোচ হিসেবে আর থাকছেন না লিওনেল স্কালোনি, ছড়িয়ে পড়েছিল এমন খবর। আলবিসেলেস্তাদের সবকিছু জেতানো এই কোচ পরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখন তার হাত ধরে আরও একটি শিরোপা জিতলো আর্জেন্টিনা।
Advertisement
আজ মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা টানা দ্বিতীয়বার জিতলো আর্জেন্টিনা। এর মাধ্যমে একটি চক্রও পূরণ হয়েছে। স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব ও মাঝে বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে তারা।
এমন সাফল্যের পর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকা নিয়ে প্রশ্নে স্কালোনি বলেন, ‘এখনকার জন্য আমার চুক্তির আরও দুই বছর বাকি আছে। আমাদের (আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের) প্রেসিডেন্টকে বলতে হবে যেন আরও ১৫ বছরের চুক্তি দেয়, আমি তাতে স্বাক্ষর করবো।’
‘যদি আপনি জেতেন, তাহলে যেভাবে চলে। যখন জিতবেন না, তখনও একইরকমভাবে চলবে। আমরা এভাবেই দেখি ব্যাপারটাকে। কোনো একটা পর্যায়ে, এটা ভাঙবেই। সৌন্দর্য হচ্ছে উঠে দাঁড়িয়ে পুনরায় চলতে পারা। যদি কখনো আমরা হারি, তাহলে আবার সবকিছু সাজানোটাই হবে সুন্দর।’
Advertisement
এবারের ফাইনালের আগে মাঠের বাইরে তৈরি হয়েছিল বিশৃঙ্খলা। ম্যাচও শুরু হয়েছিল এক ঘণ্টা বিশ মিনিট পর। ড্রেসিংরুম থেকে বেরিয়ে অনেক ফুটবলারকে পরিবারকে মাঠে আনতে হয়েছে। এ নিয়েও ম্যাচশেষে কথা বলেছেন স্কালোনি।
তিনি বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করাও বোঝা মুশকিল। এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওরকমভাবেই খেলতে হয়েছে, জানতাম না পরিবার কোথায় আছে। ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখেছি, বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমার মনে হয়, কলম্বিয়ার ছেলেদের অবস্থাও একই রকম ছিল। খুবই অদ্ভূত।’
আইএইচএস/এমএইচ/জিকেএস
Advertisement