খেলাধুলা

ওয়াসিমের সঙ্গে মুস্তাফিজের তুলনা স্টেইনের

অভিষেকের পর থেকেই পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে প্রথম বারের মত আইপিএলে খেলতে গিয়ে ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন। সাবেক থেকে বর্তমান সব তারকার মুখেই চলছে মুস্তাফিজ বন্দনা। এবার এ দলে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলার স্টেইন।ওয়াসিম আকরামের সঙ্গে মুস্তাফিজের তুলনা করে স্টেইন বলেন, মুস্তাফিজ অসাধারণ প্রতিভার অধিকারী যেমনটা ছিল এক্স ফ্যাক্টর ওয়াসিম আকরাম। মুস্তাফিজের বোলিংয়ের ধরণ আমাকে ওয়াসিম আকরামের কথা মনে করিয়ে দেয়। তার বোলিংয়ের ধরণটা অসাধারণ।স্টেইন আরও বলেন, মুস্তাফিজ বাঁহাতি বোলার হয়েও বোলিংয়ে অফ কার্টার, অন কার্টারের সঙ্গে স্লোয়ার, ইয়র্কারের যে বৈচিত্র্য যোগ করেছে আগে কখনো কাউকে করতে দেখেনি ক্রিকেটবিশ্ব। গত বছরের বিশ্বকাপে আমরা ট্রেন্ট বোল্ড এবং মিচেল স্টার্ককে পেয়েছিলাম যারা ভিন্ন কিছু নিয়ে এসেছিল। এখন আমরা বাংলাদেশ থেকে মুস্তাফিজকে পেয়েছি। আমি আশা করছি সে আরও শক্তিশালী হয়ে উঠবে। আইপিএলের চলমান আসরে ছয় ম্যাচ শেষে মুস্তাফিজের ভান্ডারে জমা হয়েছে সাত উইকেট। তবে উইকেট ছাপিয়ে মুস্তাফিজের ৪-১-৯-২ বোলিং স্পেল নিয়েই ক্রিকেট বোদ্ধাদের মাতামাতিটা সবচেয়ে বেশি। এমআর/এমএস

Advertisement