ক্যাম্পাস

জবির হল থেকে মিছিল নিয়ে রাজপথে শিক্ষার্থীরা

জবির হল থেকে মিছিল নিয়ে রাজপথে শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ঘিরে মধ্যরাতে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (১৪ জুলাই) দিনগত মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হন। এসময় তারা ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মেয়েরাও বিক্ষোভ মিছিলে যোগ দেন। এরপর তারা মিছিলটি নিয়ে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবস্থান নিয়ে সেখান থেকে আবারও ক্যাম্পাসের সামনে গিয়ে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

Advertisement

মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা পাবে না তো রাজাকারের নাতিরা পাবে? শান্তিপূর্ণ কর্মসূচি ঠিক আছে, পুলিশের গায়ে হাত দিলে ছাড় নয়

রোকসানা তৃষ্ণা নামের এক শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, আজকে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বিরূপ মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। দেশের একজন অভিভাবকতুল্য মানুষের কাছে থেকে এমন বক্তব্য কখনোই আশা করা যায় না।

এদিন বিকেলে গণভবনে চীন সফরের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নে কোটা আন্দোলনকারীদের নিয়ে কথা বলেন তিনি।

আরও পড়ুন

হলগেটের তালা ভেঙে রাস্তায় ঢাবির নারী শিক্ষার্থীরা

সরকারপ্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।

Advertisement

আরএএস/এমকেআর