দেশজুড়ে

জামালপুরে গোসলে নেমে ৪ জনের মৃত্যু

জামালপুরের মেলান্দহে পুকুরে গোসল করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, ওই এলাকার বাবুল মিয়ার স্ত্রী রোকসানা বেগম (২৫), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১৪), গোলাপ উদ্দিনের মেয়ে খাদিজা (৯) ও দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭)।

দিশা আক্তার মেলান্দহের জাহানারার লতিফ মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে চারজন একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এসময় সাদিয়া ও খাদিজা পানিতে ডুবে গেলে গৃহবধূ রোকসানা ও কলেজছাত্রী দিশা দুজন তাদের উদ্ধার করতে যান। তারাও ডুবে মারা যায়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ।

মো. নাসিম উদ্দিন/জেডএইচ/জিকেএস