দেশজুড়ে

ছাত্রলীগ কর্মী হত্যা: ফের কারাগারে সিসিক কাউন্সিলর

ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

Advertisement

রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সগির আহমদ টুটুল।

এর আগে ১২ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে মহানগরের বালুচরের টিবি গেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মারা যান তিনি।

Advertisement

পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

আহমেদ জামিল/জেডএইচ/জেআইএম