দেশজুড়ে

চিকিৎসকের পোস্টিং যেখানে সেখানেই চাকরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের পোস্টিং নিয়ে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, যেই চিকিৎসককে যেখানে পোস্টিং দেওয়া হবে তাকে সেখানেই চাকরি করতে হবে এবং সেবা দিতে হবে। এখানে কোনো আপস হবে না।

Advertisement

রোববার (১৪ জুলাই) দিনাজপুরে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন এবং মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, আমি চাই না দিনাজপুরের কোনো রোগী ঢাকায় গিয়ে চিকিৎসা করান। চিকিৎসকরা দিনাজপুরে কেন থাকতে চান না সেটি আমি দেখবো।

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে কোনো অনিয়ম হলে তার দায়ভার সিভিল সার্জনকে নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

Advertisement

তিনি বলেন, আমি খুব শিগগির জাতীয় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে যাবো। কেননা আমার দায়িত্ব হচ্ছে চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি রোগীদেরও সুরক্ষা দেওয়া। অনেক সমস্যা আছে, আমি অনেক কিছুই জানি, আমি নিজেও ভুক্তভোগী। সেজন্য চিকিৎসকদের মানোন্নয়ন, মর্যাদা ও অন্যান্য সমস্যা সম্পর্কে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। আমি সারাদেশে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র নিজের চোখে দেখার উদ্দেশ্য নিয়ে ছুটে বেড়াচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, কদিন আগে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি সপ্তাহে দুদিন ঢাকায় থাকবো, আর বাকি পাঁচদিন দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিস্থিতিসহ রোগী ও চিকিৎসকদের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রী আমাকে অনুমতি দিয়েছেন।

তৃণমূল পর্যায়ে যদি চিকিৎসার মান উন্নত করা যায়, তাহলে দেশের বড় বড় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রোগী শূন্য হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

এমদাদুল হক মিলন/জেডএইচ/জিকেএস

Advertisement