আর্জেন্টিনা যখন টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জিততে যুক্তরাষ্ট্রে মুখিয়ে আছে, তখন দেশটির নারী জাতীয় ফুটবল দল উরুগুয়েকে নিজেদের দেশে ডেকে এনে ফিফা প্রীতি ম্যাচ খেলছে।
Advertisement
দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে জয় পায়নি আর্জেন্টিনা। হার এড়িয়ে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা।
প্রথম ম্যাচে আর্জেন্টিনার মেয়েদের ২-০ গোলে হারিয়েছিলো উরুগুয়ে। দুটি গোলই আর্জেন্টিনা হজম করেছে প্রথমার্ধে এবং দুই মিনিটের ব্যবধানে। ৪৪ মিনিটে এগিয়ে যাওয়া উরুগুয়ে পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে।
দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও পারেনি মেসিদের দেশের মেয়েরা। এগিয়ে গিয়ে গোলও ধরে রাখতে পারেনি।
Advertisement
৫৪ মিনিটে পেরেইরা গোল করেছিলেন। উরুগুয়ে ম্যাচে সমতা আনে ৬৮ মিনিটে অ্যাকুইনোর গোলে। উরুগুয়ে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। তবে পারেনি। আর্জেন্টিনা হার এড়িয়ে মাঠ ছেড়েছে।
আরআই/আইএইচএস/