দেশজুড়ে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

জামালপুর সদর উপজেলার শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ‘প্রবেশপত্র না পাওয়ায় ৯৬ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা অনিশ্চিত’ শীর্ষক নিউজের প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কলেজ কমিটি।

Advertisement

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলাম, পিএসসির (অব.) পক্ষে পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, ‘পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোতে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। সংবাদে প্রকাশিত ব্যক্তি মো. রেজাউল করিম সেলিমের সঙ্গে নামে মিল থাকলেও প্রকাশিত সংবাদের সঙ্গে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সংশ্লিষ্টতা নেই।’

‘সংবাদে উল্লেখিত ৯৬ জন শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের ছাত্র নয়। সুতরাং, এই বিদ্যালয়ে তাদের দুই বছর লেখাপড়া করা এবং নিয়মিত টিউশন ফি, নিবন্ধন ও পরীক্ষা ফি জমা দেওয়ার বিষয়টি অবান্তর এবং সম্পূর্ণ কাল্পনিক।’

প্রতিবাদলিপিতে বলা হয়, ‘৯৬ জন শিক্ষার্থী কোনোভাবেই অত্র বিদ্যালয়ের ছাত্র না হওয়ায় রেজাউল করিম সেলিমের সঙ্গে তাদের ব্যক্তিগত যোগাযোগ ও আর্থিক লেনদেনে অত্র প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের জন্য এখন পর্যন্ত অনুমোদন পায়নি। এইচএসসি পরীক্ষার নিবন্ধন ও প্রবেশপত্র সংক্রান্ত বিষয়টি প্রশ্নাতীত।’

Advertisement

‘সংবাদে প্রকাশিত ৯৬ জন শিক্ষার্থীর সবাই ৩০/০৬/২০২৪ তারিখ শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সুতরাং, তাদের পরীক্ষায় অংশগ্রহণে অনিশ্চয়তার কোনো সম্ভাবনাই ছিল না। তবুও সংবাদমাধ্যমগুলো শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে জড়িয়ে অতিরঞ্জিতভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।’

এএইচ/জেআইএম