মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা মামলার আসামিদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচগাও গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
ক্ষতিগ্রস্তরা হলেন, জাহানুর সওদাগর ও সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হালদার। তারা সুমন হালদার হত্যাকাণ্ডের আসামি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে।
টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসের সদস্য মো. আতিকুর রহমান জানান, একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে সব আসবাবপত্র পুড়ে গেছে।
এরআগে সকাল ১০টায় সুমন হত্যার বিচারের দাবিতে একইদিন সকালে স্থানীয় পাঁচগাও এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। এতে অংশ নেয় স্থানীয় শতাধিক এলাকাবাসী। এসময় হত্যাকাণ্ডের সাতদিন পেরিয়ে গেলেও মূলহোতাদের গ্রেফতার করতে না পারায় পুলিশের গাফিলতির অভিযোগ তোলে মানববন্ধনকারীরা।
Advertisement
অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকার জানান, সুমন হত্যায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিছু সময় দ্রুত কাজ করা সম্ভব হয়। আবার কিছু সময় বেগ পেতে হয়। আমরা তিনজনকে ঘটনার পরপর গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গত ৭ জুলাই পাঁচগাও ইউনিয়নে ওয়াহিদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিরোধের কেন্দ্রে প্রকাশ্যে সুমন হালদারকে গুলি করে হত্যা করা হয়।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জেআইএম
Advertisement