কোটা বৈষম্য নিরসনে সংসদে আইন পাসে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারক প্রদানের কর্মসূচিতে অংশ নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
Advertisement
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তারা। এর আগে রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় শেকৃবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হন আন্দোলনকারীরা। এরপর একযোগে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে মেট্রোরেল যোগে ঢাবিতে পৌঁছান তারা।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু কোটা সংস্কারের দাবিতে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা শাহবাগে সাংবাদিকের ওপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলাআন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে ঢাবি, জবি, সাত কলেজসহ রাজধানীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বয় করে বঙ্গভবন অভিমুখে পদযাত্রাটি শাহবাগ হয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
Advertisement
এর আগে শনিবার (১৩ জুলাই) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শেকৃবিতে সমন্বয়কারীদের সঙ্গে বৈঠক করেন। এসময় বঙ্গভবন অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে সম্মত হন তারা।
তাসনিম আহমেদ তানিম/এসএনআর/জেআইএম