ক্যাম্পাস

গণপদযাত্রায় যোগ দিলেন ঢাকা কলেজ ও জগন্নাথের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে আজ গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (১৪ জুলাই) গণপদযাত্রায় যোগ দিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হতে শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

আরও পড়ুন>>কোটাবিরোধী আন্দোলন/ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে কর্মসূচিতে যোগ দেয় প্রায় এক হাজার শিক্ষার্থী। এর আগে বেলা সাড়ে ১১ টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে ঢাবিতে আসে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

Advertisement

ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে জড়ো হওয়ার সময় শিক্ষার্থীরা, 'ঢাকা কলেজ আসছে রাজপথ কাপছে', 'জগন্নাথ আসছে রাজপথ কাপছে','একশন টু একশন, ডাইরেক্ট একশন', 'কোটা না মেধা, মেধা মেধা', 'পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এনএস/এসআইটি/জেআইএম