জাতীয়

ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, মামলা তুলে নেওয়া ও কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে রোববার (১৪ জুলাই) গণপদযাত্রা ও রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদযাত্রার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

কোটা সংস্কার, বাতিল নাকি বহালই থাকছে? শাহবাগে সাংবাদিকের ওপর হামলায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনরত শিক্ষার্থীদের

রোববার বেলা ১১টায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ, অনুষদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন।

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শিক্ষার্থীরা, ‘সংসদে আইন করো বৈষম্য দূর করো, কোটা না মেধা, মেধা মেধা, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, চট্টগ্রামে হামলা কেন, জবাব চাই, কুমিল্লায় হামলা কেন, জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Advertisement

এনএস/এমআইএইচএস/এমএস