জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বারবোরা ক্রেসিকোভা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ডস্লাম জিতলেন চেক প্রজাতন্ত্রের পেশাদার এই টেনিস তারকা। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি।
Advertisement
লন্ডনে গতকাল শনিবার রাতে ৩ সেটের খেলায় ৬-২, ২-৬, ও ৬-৪ ব্যবধানে জয় পেয়েছেন ক্রেসিকোভা। অন্যদিকে টানা দুই আসরের ফাইনালে উঠে ব্যর্থ হয়েছেন পাওলিনি। এর ৩ মাস আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ইগা সুইয়াটেকের কাছে হেরে গিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ইতালিয়ান তারকা।
ইতালিয়ান প্রথম নারী হিসেবে উইম্বলডনের শিরোপা জিততে এসে ব্যর্থ হয়েছেন পাওলিনি। অন্যদিকে চেক টেনিস সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করলেন ক্রেসিকোভা। এর আগে চেক প্রজাতন্ত্র থেকে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন পেট্রা কভিতোভা, মার্কেটা ভন্ড্রোসোভা এবং ক্রেজসিকোভারই প্রয়াত মেন্টর জানা নভোটনা।
গতকাল গ্র্যান্ডস্লাম জিতে অবশ্য নিজের প্রয়াত মেন্টর জানাকে ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ট্রফি উৎসর্গ করেছেন ক্রেসিকোভা। ১৯৯৮ সালের উইম্বলডনের চ্যাম্পিয়ন জানা ২০১৭ সালে ক্যান্সার আক্রান্ত হয়ে ৪৯ বছর বয়সে মারা যান।
Advertisement
এমএইচ/এমএস