ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়েছে। এতে চার ইউনিয়নের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুক্রবার (১২ জুলাই) সেতুটি ভেঙে পড়ে।
Advertisement
সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণসেতু ভেঙে দুর্ভোগ অবস্থায় ছিল। শুক্রবার যাত্রীবাহী একটি অটোরিকশা সেতুর ওপরে উঠে। এতে বিকট শব্দে সেতুটি নদীতে ভেঙে পড়ে। তবে অল্পের জন্য অটোরিকশার যাত্রীরা রক্ষা পান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে চার ইউনিয়নের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ, বেসরকারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল, মাদরাসা, কিন্ডারগার্টেনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত এবং পণ্য আনা-নেওয়ার মাধ্যম এ সেতু। সেতুটি ভেঙে পড়ায় সবাই বিপাকে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়া বলেন, ‘সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে। যতদ্রুত সম্ভব সেতুটি মেরামত করা উচিত।’
Advertisement
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার বলেন, খুব শিগগির সেতুটি চলাচলের উপযোগী করে দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিনা সাত্তার বলেন, বিষয়টি জানতে পেরেছি। জনদুর্ভোগ এড়াতে যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/এসআর
Advertisement