দেশজুড়ে

হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইন হাওরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটে মিঠামইন জিরো পয়েন্ট এলাকার হাওর থেকে তার মরদেহে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

মারা যাওয়া আবীর হোসেন রাজধানীর উত্তর মুগদা এলাকার আবদুল আলিমের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আবীর হোসেনকে উদ্ধারে কাজ করে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল। তাকে না পেয়ে শনিবার সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়। বিকেল ৫টা ৫০ মিনিটে ঘটনাস্থল থেকে একটু দূরে মরদেহ ভেসে ওঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। পরে মরদেহ মিঠামইন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তার মরদেহে পরিবারের কাছে হস্তান্তর করে।

Advertisement

তিনি আরও জানান, শুক্রবার (১২ জুলাই) মা আঁখি আক্তারসহ পরিবারের লোকজনের সঙ্গে কিশোরগঞ্জ হাওরাঞ্চল ঘুরতে যান আবীর। দুপুর ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামেন তারা। এসময় আবীদ, সজীব ও শাহজাহান পানিতে ডুবে যায়। সজীব ও শাহজাহানকে উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকে আবীদ। শনিবার ঘটনাস্থল থেকে একটু দূরে মরদেহ ভেসে ওঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তা উদ্ধার করে।

এসকে রাসেল/জেডএইচ/জেআইএম