খেলাধুলা

‘অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানো হয়েছে’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই তারকা পেসারকে সসম্মানে মাঠ থেকে বিদায় দিয়েছেন সতীর্থরা, সঙ্গে প্রতিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাও। হৃদয় নিংড়ানো ভালোবাসা আর করতালিতে অ্যান্ডারসনকে অভিবাদন জানিয়েছেন গ্যালারিতে থাকা ভক্ত-সমর্থক ও দর্শকরা।

Advertisement

এসব আয়োজন দেখে মনে হয়, স্বাভাবিকভাবেই ক্রিকেট মাঠ থেকে নিয়েছেন অ্যান্ডারসন। তবে কি তাই! নাকি এর মধ্যেও রয়েছে রহস্য? স্বাভাবিক নয়, এবার রহস্য উন্মোচনের দিকেই ঝুঁকছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড লয়েড। অ্যান্ডারসনের অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।

লয়েডের দাবি, অ্যান্ডারসনকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। যে কারণে ইংল্যান্ডের ব্যাপক সমালোচনাও করেছেন তিনি। এমন নয় যে, অ্যান্ডারসন পারফর্ম করছেন না। বরং বয়স বাড়ার কারণেই তাকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে বলেই ধারণা তার।

বিট্রিশ গণমাধ্যম ডেইলি মেইলে লয়েড লিখেছেন, ‘সুতরাং, এটি সর্ব শ্রেষ্ঠদের একজনের কাছে বিদায়। জিমি অ্যান্ডারসনের বিদায়ের দুঃখের বিষয় হলো যে, তিনি আগের মতোই বোলিং করছেন। যথার্থতা, গতি, স্ট্যামিনা- সবগুলো গুণাবলিই তিনি দেখিয়েছেন। তিনি এখনও উইকেট নিচ্ছেন। তারা (ম্যানেজমেন্ট) বলে যে, আগামী বছরের অ্যাশেজকে মাথায় রেখে তাকে (অ্যান্ডারসন) এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি বলি, আপনারা সেরা দল বাছাই করুন। বয়সের কারণে তাকে জোর করে বাদ দেওয়া হয়েছে। এই সময়ে দলে অন্তর্ভুক্তির সময় এটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। যে কারণে বাধ্য হয়ে অনেকে খেলা বন্ধ করে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনাদের বলছি, আমি এই অনুভূতি জানি।’

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট খেলে ২১ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যান্ডারসন। তার বিদায়ীয় টেস্টে ইনিংসের সঙ্গে ১১৪ রানের জয় পেয়েছে ইংলিশরা।

এমএইচ/জেআইএম