দেশের নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সবাই ইন্টারনেট ব্যবহার করছেন উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার ইন্টারনেট সেবার দাম কমিয়েছে। ৮৫ হাজার টাকার প্রতি এমবিপিএস ইন্টারনেট মাত্র ৬০ টাকায় আনা হয়েছে।
Advertisement
শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই ইন্টারনেট শক্তি ও তারুণ্য মেধার শক্তি কাজে লাগিয়ে সারাদেশে লার্নিং আর্নিংসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দক্ষ হয়ে তারা বিশ্বের বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছে।
তিনি আরও বলেন, সহজ ইন্টারনেট সুবিধার কারণে করোনাকালীন দুই বছরে ভার্চুয়াল পদ্ধতিতে প্রায় চার লাখ বিচারিক শুনানি হয়েছে। প্রধানমন্ত্রী এক হাজার ৬০০টি ভার্চুয়াল সভা করে দাপ্তরিক ও রাজনৈতিক কার্যক্রম চালু রেখেছিলেন। এখন আমাদের পেপারলেস স্মার্ট সার্ভিস স্মার্ট বাংলাদেশ প্রধান লক্ষ্য।
Advertisement
সফিকুল আলম/জেডএইচ/জেআইএম