দেশজুড়ে

রূপপুর প্রকল্পের আশপাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রূপপুর প্রকল্পের পাশের ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়ক থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ।

Advertisement

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, পাকশী ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

জানা যায়, রূপপুর মোড় এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে মুদিখানা, হোটেল, চা স্টল, সেলুন, কাঁচাবাজারসহ অবৈধভাবে শতাধিক দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দেশের সবচেয়ে ব্যয়বহুল ও অতি গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকায় অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের রূপপুর প্রকল্প এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাটের কারণে যানজটের সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলার কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। দুদিন আগ থেকে এখানকার দোকানপাট উচ্ছেদের জন্য দোকানদারদের তাগাদা দেওয়া হচ্ছে। আজ (শনিবার) ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের একটি মেগা প্রকল্প। এ প্রকল্পের নিরাপত্তার সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে রূপপুর প্রকল্পের পাশে সড়ক ও পথ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। সড়ক ও জনপথ বিভাগ একাধিকবার নোটিশ দিলেও ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম