লাইফস্টাইল

স্বর্ণের কারচুপি পোশাকে বিদায় অনুষ্ঠান রাঙালেন রাধিকা

অনন্ত আম্বানির বধূ রাধিকা মার্চেন্টের বিয়ের সাজ-পোশাক দেখে সবাই যখন আপ্লুত, তখনই আবার প্রকাশ্যে এলো রাধিকার বিদায় অনুষ্ঠানে পরা লালরঙা পোশাকের ছবি।

Advertisement

বিদায় অনুষ্ঠানে পরা রাধিকার এই লেহেঙ্গা ডিজাইন করেছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রা। সিঁদুর লালরঙা এই লেহেঙ্গার ব্লাউজ পুরোটাই স্বর্ণের কারচুপির কাজ করা।

রাধিকার বিদায় অনুষ্ঠানের সাজসজ্জা সম্পন্ন করেছেন রিয়া কাপুর। তিনিই তার ইনস্টাগ্রাম পোস্টে রাধিকার বিদায় অনুষ্ঠানের ছবিগুলো শেয়ার করেছেন। স্বর্ণের কারচুপি করা ব্লাউজের সঙ্গে গর্জিয়াস লেহেঙ্গা, সিল্কের দোপাট্টা ও একটি ওড়না জড়িয়েছেন গায়ে।

তার এই লেহেঙ্গা পরিয়েছেন বিশেষজ্ঞ ডলি জৈন। রাধিকা মার্চেন্টের মেকআপ ও চুলের স্টাইল করেছেন হিরাল ভাটিয়া ও লাভলিন রামচন্দানি।

Advertisement

আরও পড়ুন

আম্বানিপুত্রের বিয়েতে অতিথিদের ড্রেসকোড পানিপুরি-কুলফি আরও যা থাকছে আম্বানিপুত্রের বিবাহ ভোজে

মনীশ মালহোত্রার ডিজাইন করা রাধিকার এই লেহেঙ্গা ঐতিহ্যবাহী আবো ও গুজরাটি পোশাকের ঐতিহ্য বহন করছে। এটি ১৯ শতকের শেষের শৈল্পিকতার প্রতিধ্বনি করছে।

রাধিকা একটি বেনারসি সিল্কের দোপাট্টা ও একটি জালি নকশার ওড়না দিয়ে ঘোমটা পরেছেন। বেনারসি দোপাট্টায় আছে সোনার সূচিকর্ম ও রেশমের কাজ।

মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গার সঙ্গেও বিয়ের জুয়েলারি পরেনে রাধিকা। সেখানে স্বর্ণ, হিরা ও পান্না সুশোভিত চোকার, একটি রানিহার, পোল্কি কানের দুল, বাজু, কড়া, চুড়ি, হাত ফুল, আংটি ও মাং টিকা পরেন।

Advertisement

রাধিকার গহনাগুলো তার পরিবারে বংশ পরম্পরায় চলে এসেছে। তার বোন অঞ্জলি বণিকও তার বিয়ের দিন সেগুলো পরেছিলেন।

জেএমএস/এমএস