রাজনীতি

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেছেন।

Advertisement

শনিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

আরও পড়ুন

পেনশন নিয়ে বাস্তবসম্মত সমাধানে যাবে সরকার: কাদের

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত আছেন।

Advertisement

গত ৪ জুলাই এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে ওবায়দুল কাদেরের ব্যস্ততার কারণে সেটি স্থগিত করা হয়।

আরও পড়ুন

নেতাকর্মীদের পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান শেখ হাসিনার

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম নিয়ে প্রজ্ঞাপন বাতিল করাসহ তিন দফা দাবিতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে আছেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। স্থবির হয়ে গেছে প্রশাসনিক কার্যক্রমও। তবে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা।

এসইউজে/এমকেআর/এমএস

Advertisement