খেলাধুলা

সৌরভকে পছন্দ করতেন না ধোনি!

ভারতীয় ক্রিকেটের টলমল অবস্থার মধ্যে শক্ত হাতে হাল ধরে দলকে এনে দিয়েছেন অনেক সাফল্য। বিশ্বকাপ না জিতলেও ভারতের সফল অধিনায়কের তালিকায় প্রথম দিকেই অবস্থান সৌরভ গাঙ্গুলির। আর এই অধিনায়কেই নাকি  পছন্দ ছিল না ভারতের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ধোনির। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম `এবেলা`। প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রকাশ্যে সৌরভের সমালোচনা না করলেও নির্বাচকদের সামনে সাবেক অধিনায়ক সম্পর্কে সম্পর্কে অসন্তোষ প্রকাশ করতেন ধোনি।ওয়ানডে দলে সৌরভকে না-নেওয়ার জন্য নির্বাচকদের সামনে নাকি একাধিক যুক্তি পেশ করতেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি।   নির্বাচকদের সামনে সৌরভ সম্পর্কে ধোনি যা বলতেন : ১) সৌরভের ফিল্ডিং খারাপ। ফিল্ডিংয়ের সময় প্রতিপক্ষ সৌরভের উপরে চাপপ্রয়োগ করতেই পারে। ২) রানিং বিটুইন দ্য উইকেটসও খারাপ। ৩) স্ট্রাইক রোটেট করেন না। ৪) চল্লিশ ওভারের পর আউটফিল্ডে সৌরভকে খুবই ক্লান্ত দেখায়। দুর্বল হয়ে পড়ে।৫) বয়স হয়ে গিয়েছে। এদিকে ধোনি সম্পর্কে গোটা ভারত বলে থাকে, সিনিয়রদের দলে রাখতে চাননি তিনি। ধোনির সময়তেই একে একে সৌরভ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, শচিন টেন্ডুলকাররা অবসর নিয়ে ফেলেন। ভারতীয় ক্রিকেটে আসে নতুন যুগ। উঠে আসেন নতুন তারকারা। এমআর/এমএস

Advertisement