গত ৫ জুলাই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ খেলার মধ্যেই আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দেশের দাবা জগতের এই কিংবদন্তির মৃত্যুতে এখনো শোকে ঢেকে আছে ক্রীড়াঙ্গন। আজ শুক্রবার বাংলাদেশ দাবা ফেডারেশন প্রয়াত জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে।
Advertisement
জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলার সভাকক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র কোরআন তিলওয়াত, বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য ফেডারেশনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠকবৃন্দ, দাবা খেলোয়াড়বৃন্দ, দাবা সংগঠক, ক্রীড়া সাংবাদিক, জিয়াউর রহমানের পরিবারের সদস্য এবং শুভ্যানুধায়ী উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার ছিলেন। অত্যন্ত বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন তিনি। খেলার জন্য তেমন কোনো চাহিদা ছিল না তার। জিয়ার স্বপ্ন ছিল তার ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া একদিন সুপার গ্র্যান্ডমাস্টার হবেন।
শেষ হওয়া জাতীয় চ্যাম্পিয়নশিপে শীর্ষ পাঁচের মধ্যে থেকে দাবা অলিম্পিয়াডে খেলতে যাক ছেলে এমন প্রত্যাশার কথা বলেছিলেন জিয়া। ছেলে ঠিকই দাবা অলিম্পিয়াডে যাবেন সেপ্টেম্বরে। ছেলের দ্বিতীয়বার অলিম্পিয়াডে যাওয়াটা দেখে যেতে পারলেন না বাবা জিয়া।
Advertisement
আরআই/এমএইচ/এএসএম