চলতি ইউরো চ্যাম্পিয়নশিপ অন্য যেকোনো ইউরো টুর্নামেন্টের থেকে একটু বেশিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। বিশেষ করে দলগুলোকে মুখোমুখি হতে হয়েছে কঠিন প্রতিপক্ষের। আবার র্যাংকিংয়ে পেছনে থাকলেও মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে দলগুলো। তার পরিপ্রেক্ষিতে গোলও হয়েছে অনেক কম। এখন পর্যন্ত এবারের ইউরোতে সর্বোচ্চ গোলদাতার মালিক ৬ জন; যারা প্রত্যেকেই করেছেন ৩টি করে গোল।
Advertisement
এবারের ইউরোর গোল্ডেন বুট জয়ী নির্ধারণের ক্ষেত্রে আলাদা নিয়ম নির্ধারণ করে দিয়েছে উয়েফা। এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছেন স্পেনের দানি ওলমো ও ইংল্যান্ডের হ্যারি কেইন। যারা প্রত্যেকে ৩টি করে গোল করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। আরেক ইংলিশ তারকা জুড বেলিংহ্যামও পিছিয়ে নেই। অ্যাটাকিং এই মিডফিল্ডারও দুটি গোল করে তাদের পেছনে রয়েছেন।
টুর্নামেন্টে যে সর্বোচ্চ গোল করবে সেই গোল্ডেন বুট জিতবে। কিন্তু গেল কয়েকটি টুর্নামেন্টে সমান গোল করায় টাইব্রেকের মাধ্যমে নির্ধারিত হচ্ছে গোল্ডেন বুট জয়ীর নাম। গোলসংখ্যা সমান হলে দেখা হয় কোন ফুটবলার অ্যাসিস্ট করেছেন বেশি। এই নিয়ম অনুযায়ী, ২০২০ সালে গোল্ডেন বুট জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে অ্যাসিস্টও যদি সমান হয়, তখন দেখা হবে কোন ফুটবলার সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ গোল করেছেন। এই নিয়মে ২০১২ সালে ফার্নান্দো তরেস ও জার্মানির মারিও গোমেজের মধ্যে গোল্ডেন বুট জয়ী ঘোষণা করে হয়েছিল। তরেস ও গোমেজ সবারই গোল ও অ্যাসিস্ট সমান হওয়ায় তরেস ১৮৯ মিনিট মাঠে খেলায় তিনিই জেতেন গোল্ডেন বুট। গোমেজ খেলেছিলেন ২৮২ মিনিট।
Advertisement
এবারের ইউরোতে অন্যরকম নিয়মের ঘোষণা দিয়েছে উয়েফা। যদি এবার টুর্নামেন্ট শেষে ৬ জনের গোলই সমান থাকে, তাহলে ৬ জনকেই গোল্ডেন বুট দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এখন পর্যন্ত ২০২৪ ইউরোতে ৩ গোল করে সর্বোচ্চ গোলদের তালিকায় থাকা ৬ জন হলেন,
১. হ্যারি কেইন (ইংল্যান্ড)২. দানি ওলমো (স্পেন) ৩. কডি গাকপো (নেদারল্যান্ডস) ৪. জামাল মুসিয়ালা (জার্মানি)৫. জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া)৬. ইভান শ্রানজ (স্লোভাকিয়া)
আরআর/এমএইচ/এএসএম
Advertisement