দেশজুড়ে

মিঠামইনে হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জের মিঠামইনে ঘুরতে এসে হাওরে গোসল করতে নামেন তিন পর্যটক। পরে তারা ডুবে যান। এদের মধ্যে দুজনকে উদ্ধার করলেও একজন নিখোঁজ রয়েছেন।

Advertisement

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম আবিদ (২০)। তার বাড়ি গাজীপুরে। এ ঘটনায় সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসেন তারা। পরে বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে ডুবে যান। তাদের মধ্যে সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসকে রাসেল/এসআর/জিকেএস