ফুটবল মাঠে খেলোয়াড়দের ঝগড়া নতুন কিছু নয়। প্রায় সময়ই খেলার মধ্যে অথবা খেলার পর ফুটবলার ও সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে থাকে। কিন্তু ফুটবলারদের উৎপত্তিস্থল নামে খ্যাত ব্রাজিলে অবতারণা হলো নতুন ও অপ্রত্যাশিত এক ঘটনার। মাঠেই গোলরক্ষককে গুলি করে ব্যতিক্রমী নজির স্থাপন করলো দেশটির পুলিশ।
Advertisement
গত বুধবার ব্রাজিলের দ্বিতীয় শ্রেণির একটি ক্লাবের খেলা শেষ হওয়ার পর তর্ক-বিতর্কে জড়িয়েছিলেন ফুটবলাররা। সেখানে তাদের সঙ্গে ছিলেন গ্রেমিও অ্যানাপোলিসের গোলরক্ষককে রামন সুজাও। এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে সুজাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়েন এক পুলিশ কর্মকর্তা।
রাবার বুলেট পায়ে গিয়ে পড়লে মাঠেই নিস্তেজ হয়ে পড়েন সুজা। পরে ক্লাবের মেডিক্যাল টিম তাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেন এবং স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে আসেন।
বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে ঘটনাটির নিন্দা জানানো হয়। পুলিশের এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধমূলক কাজ বলে ঘোষণা করে ক্লাবটি। যদিও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
Advertisement
বিবৃতিতে গ্রেমিও অ্যাানাপোলিস বলেছে, ‘বুধবার রাতে জোনাস ডুয়ার্তে স্টেডিয়ামে গ্রেমিও অ্যানাপোলিস জনসমক্ষে দুঃখজনক এবং নিবর্তনমূলক ঘটনাটি প্রত্যাখ্যান করেছে। ম্যাচ শেষে আমাদের গোলরক্ষক রামন সুজাকে কাপুরুষদের মতো রাবার বুলেট মারা হয়েছে। বিশেষায়িত পুলিশিং কোম্পানির একজন পুলিশ অফিসার দ্বারা গুলি করা হয়েছিল (সিপিই)।’
তবে বিষয়টি নিয়ে তদন্তের কথা বলেছে পুলিশ। মিলিটারি পুলিশ নিশ্চিত করেছে, তারা ঘটনার তদন্ত শুরু করেছে। একটি বিবৃতিতে তারা বলেছে, ‘সংস্থাটি তাদের সদস্যের দ্বারা সংঘটিত কোনো অসদাচরণকে ক্ষমা করে না।’
এমএইচ/এএসএম
Advertisement