খেলাধুলা

ন্যায় বিচার পেল লিভারপুলের সমর্থকরা

ঘটনাটি ১৯৮৯ সালের ১৫ এপ্রিলের। এফএ কাপের সেমিফাইনালে উত্তর ইংল্যান্ডের শেফিল্ডের হিলসবোরো স্টেডিয়ামে লিভারপুল মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্টের। সেই ম্যাচেই ঘটে বড় এক দুর্ঘটনা। প্রাণ হারায় ৯৬ জন দর্শক। সেই কেসের নিষ্পত্তি হল ২৭ বছর পর। আর এই ২৭ বছর পর ন্যায় বিচার পেল লিভারপুলের ৯৬ জন মৃত সমর্থক। মঙ্গলবার রায়ে জানানো হল, এই দুর্ঘটনার পিছনে লিভারপুল সমর্থকদের কোনও ভূমিকা ছিল না। বরং পুরো ঘটনার পিছনে পুলিশের অব্যবস্থাপনাই ছিল দায়ী। লিভারপুল থেকে কয়েক কিলোমিটার ওয়ারিংটনের আদালতে এই রায় ঘোষণা হয়। ১৯৮৯ এ হিলসবোরো ফুটবল স্টেডিয়াম দুর্ঘটনা ইতিমধ্যেই জায়গা পেয়েছে বিশ্ব ফুটবলের ইতিহাসে। ব্রিটিশ আদালতের ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে কেস চলেনি এর আগে। ২০১৪ থেকে আবার নতুন করে শুরু হয়েছিল তদন্ত।এমআর/পিআর

Advertisement