আন্তর্জাতিক

বায়ুদূষণে এই মুহূর্তে শীর্ষে উগান্ডা, ঢাকা ৫০তম

এশিয়াজুড়েই গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। এতে এই অঞ্চলের শহরগুলোর বায়ুর মানে বড় উন্নতি হয়েছে।

Advertisement

শুক্রবার (১২ জুলাই) দুপুর একটার দিকে দেখা গেছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ১৭৪ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুর এই মান অস্বাস্থ্যকর।

তাছাড়া ১৭৩ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আফ্রিকার আরেক দেশের শহর কিনসাশা।

অন্যদিকে তালিকায় প্রায় সব সময় শীর্ষে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকা, ভারতের রাজধানী দিল্লি আজ নিচের দিকে অবস্থান করছে।

Advertisement

৪৮ স্কোর নিয়ে তালিকায় ঢাকার অবস্থান ৫০তম। ৭৩ স্কোর নিয়ে ২২তম স্থানে রয়েছে দিল্লি। দূষণ কমেছে কলকাত ও মুম্বাইয়েরও। শহর দুইটির স্কোর যথাক্রমে ৬৪ ও ৬১।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এমএসএম

Advertisement