আকস্মিক মৃত্যুর কিছু সময় আগেও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের নজর ছিলো ছেলে তাহসিন তাজওয়ার জিয়ার বোর্ডে। জাতীয় দাবায় পাঁচের মধ্যে থেকে দ্বিতীয়বারের মতো দাবা অলিম্পিয়াডে খেলুক তার ফিদেমাস্টার ছেলে, এটা খুব করে চেয়েছিলেন। এমনকি নিজে সুযোগ পেলে তার জায়গা ছেড়ে দিয়ে হলেও।
Advertisement
আজ (বৃহস্পতিবার) জিয়ার চাওয়া পূরণ করেছেন তার ছেলে তাহসিন তাজওয়ার। প্লে-অফে তিনি অনত চৌধুরীকে হারিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে আগামী ১০ থেকে ২৩ সেপ্টেম্বর হাঙ্গেরিতে অনুষ্ঠিতব্য দাবা অলিম্পিয়াডে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
কিন্তু ছেলের সাফল্য দেখে যেতে পারেননি জিয়াউর রহমান। সর্বশেষ ২০২২ সালে চেন্নাইয়ে দাবা অলিম্পিয়াডে অভিষেক হয়েছিল তাজওয়ারের। বাবার সাথে জুটি বেধে ইতিহাস গড়েছিলেন ১৮ বছরের এই দাবাড়ু।
বৃহস্পতিবার শেষ হয়েছে জাতীয় দাবা। ফিদেমাস্টার মনন রেজা নীড় চ্যাম্পিয়ন হয়েছেন আগেই। নীড় ও তাহসিন ছাড়া অন্য যে তিনজন অলিম্পিয়াডে যাবেন তারা হলেন-দুই গ্র্যান্ডমাস্টর নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জান্তিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
Advertisement
এই পাঁচজনের মধ্যে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হওয়া নীড়ের এবারই অভিষেক হবে দাবা অলিম্পিয়াডে। নারী বিভাগে যাচ্ছেন-নোশিন আনজুম,ওয়াদিফা আহমেদ, নুশরাত জাহান আলো, আহমেদ ওয়ালিজা ও রানী হামিদ।
আরআই/আইএইচএস/