রাজনীতি

২০-৩০ লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করে আন্দোলন শেষ হয় না: খসরু

বিশ-ত্রিশ লাখ লোকের সমাবেশ ভণ্ডুল করে কোনো আন্দোলন শেষ হয় না। বাংলাদেশের মানুষ চলমান আন্দোলনের মাধ্যমে তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

এদিন গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরামের সঙ্গে অনুষ্ঠিত বিএনপির লিয়াজোঁ কমিটির নেতৃত্ব দেন আমির খসরু। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, অনেকের প্রশ্ন থাকে যে, আন্দোলন আবার কবে শুরু হবে? কর্মসূচি আবার কবে হবে? একটা জিনিস পরিষ্কার করা দরকার, আন্দোলন চলমান আছে।

‘আপনি যদি মনে করেন, বিশ লাখ-ত্রিশ লোকের সমাবেশ টিয়ার গ্যাস দিয়ে, গুলি করে দিয়ে মনে করেন আন্দোলন শেষ হয়ে গেছে; আন্দোলন শেষ হয়ে যায়নি।’

Advertisement

সাবেক এই বাণিজ্যমন্ত্রীর দাবি, আন্দোলন চলমান। দেশের মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। এই ৯৫ শতাংশ লোক আমাদের আন্দোলনে যুক্ত হয়েছেন। তারা বাড়িতে বসে বলেছেন, তারা ভোটকেন্দ্রে না গিয়ে প্রত্যাখ্যান করেছেন। তারা আজ এই আন্দোলনে সম্পৃক্ত।

সুতরাং ওই মিটিং ভণ্ডুল করে, ডামি নির্বাচন করে, ক্ষমতা দখল করে কেউ যদি মনে করে আন্দোলন শেষ হয়ে গেছে, তারচেয়ে বড় ভুল কিছু আর হতে পারে না, বলে মনে করেন আমির খসরু মাহমুদ।

বৃহস্পতিবার বিকেলে প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্য, এরপর এনডিএম এবং সবশেষে গণফোরামের সঙ্গে বৈঠক করেন আমির খসরু। তার সঙ্গে দলের নেতা বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

বৈঠক প্রসঙ্গে খসরু বলেন, চলমান আন্দোলনে আরও গতি সৃষ্টি করার জন্য আমরা আজ সহযোগী, সবাই মিলে কাজটা। আগামী দিনের কর্মসূচি প্রণয়ণে, দেশের বর্তমান প্রেক্ষাপটে সবাই মিলে, জনগণের চাহিদা পূরণে আমরা কী করতে পারি, এই আন্দোলনের সফল সমাপ্তি কীভাবে করতে পারি, সেটাও আলোচনা করেছি। বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। আমরা এ বিষয়ে আলোচনা করেছি।

Advertisement

এসময় কোটা সংস্কার আন্দোলন, ভারতের সঙ্গে করা সমঝোতা-স্মারক নিয়েও কথা বলেন বৈঠকে অংশগ্রহণকারীরা।

কেএইচ/এমএইচআর