ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ চলাকালে এমন ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা ইস্যুতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ শুরু হয় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে। বক্তব্য চলাকালীন হুট করেই দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। সেটি হাতাহাতিতে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে এমন ঘটনা ঘটে।

ঘটনার পর কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে নেতাকর্মীরা শান্ত হন। এরপর সভাপতির বক্তব্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বিশৃঙ্খলাকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্লোগান বন্ধ করো। এখানে রাজনীতি করতে এসেছো, রাজনীতিটাই করো। সংগঠন কি মামাবাড়ির আবদার যে যা খুশি তা করবে? তোমাদের বসতে বলা হচ্ছে বসছো না, স্লোগান থামাতে বলা হচ্ছে থামাচ্ছো না। আমরা একটা সংকটময় পরিস্থিতিতে আছি। ছাত্রলীগ কে করতে বলেছে যদি আদর্শিক দৃঢ়তা না থাকে?

তিনি বলেন, যদি ডিসিপ্লিন না থাকে, কমিটমেন্ট না থাকে তাহলে ছাত্রলীগ কে করতে বলেছে? কঠোরভাবে বলছি, সামনে, ডানে-বামে অনেক কিছু দেখছি। সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে সে যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

Advertisement

এমএইচএ/এমএইচআর/জেআইএম