আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে সাত জন বেসামরিক নাগরিক নিহত ও তিনজন আহত হয়েছে। বোমাটি একটি গাড়িতে আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে। চলতি বছরে এ ধরনের হামলার ঘটনায় সবচেয়ে বেশী লোক হতাহত হয়। রোববার কর্মকর্তারা এ কথা জানান।কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ থেকে একটি পিক-আপ ট্রাক পাকিস্তান সীমান্তবর্তী নরি জেলায় যাওয়ার সময় শনিবার রাতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।নরি পুলিশ প্রধান মোহাম্মাদ ইউসুফ এএফপিকে জানান, রাস্তার পাশে পেতে রাখা এ বোমার বিস্ফোরণে ট্রাকটি উড়ে যায়। এতে ছোট দুই শিশুসহ সাতজন নিহত হয়। ট্রাকটিতে করে নারী ও শিশুদের নিয়ে যাওয়া হচ্ছিল। এটি দিনের সর্বশেষ পিক-আপ ট্রাক ছিল।নরি জেলা প্রধান মোহাম্মাদ রহমান দানিশ বিস্ফোরণের এ খবর নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও আফগানিস্তানে মার্কিন সমর্থিত সরকার ও বিদেশি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তালেবানরা প্রায় রাস্তার পাশে বোমা পেতে রেখে বিস্ফোরণ ঘটিয়ে থাকে।
Advertisement