আল্লাহর ঘর মসজিদের খেদমতে; পরিচ্ছন্নতা ও সজ্জায় পুরুষদের মতো নারীরাও অংশগ্রহণ করতে পারেন। মসজিদ ঝাড়ু দেওয়াহসহ পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় যে কোনো কাজ, মসজিদের সৌন্দর্যবর্ধনে কোনো কাজ প্রয়োজন হলে তাও নারীরা করতে পারেন। নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যুগে এক নারী মসজিদে নববি ঝাড়ু দিতেন। আবু হোরায়রা (রা.) বলেন,
Advertisement
أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ أَوْ شَابٌّ فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَ عَنْهَا أَوْ عَنْهُ فَقَالُوا: مَاتَ. قَالَ: أَفَلَا كُنْتُمْ آذَنْتُمُونِي؟ قَالَ: فَكَأَنَّهُمْ صَغَّرُوا أَمْرَهَا أَوْ أَمْرَهُ. فَقَالَ: «دلوني على قَبره» فدلوه فصلى عَلَيْهَا. قَالَ: إِنَّ هَذِهِ الْقُبُورَ مَمْلُوءَةٌ ظُلْمَةً عَلَى أَهْلِهَا وَإِنَّ اللَّهَ يُنَوِّرُهَا لَهُمْ بِصَلَاتِي عَلَيْهِمْ
একজন কৃষ্ণাঙ্গ নারী অথবা একজন যুবক (বর্ণনাকারী সন্দেহ প্রকাশ করেছেন, তবে বেশিরভাগ বর্ণনায় একজন নারীর কথাই বলা হয়েছে) মসজিদে নববি ঝাড়ু দিতেন। একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ওই নারীটিকে দেখতে না পেয়ে তার খোঁজ নিলেন। লোকেরা বলল, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেন? (তাহলে আমিও জানাযায় শরিক থাকতাম) বর্ণনাকারী বলেন, লোকেরা বিষয়টিকে ছোট বা তুচ্ছ বিবেচনা করে নবিজিকে জানায়নি। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তাকে কোথায় কবর দেয়া হয়েছে আমাকে দেখাও। তারা তাকে তার কবর দেখিয়ে দিলে তিনি ওই কবরের কাছে গিয়ে জানাজার নামাজ আদায় করলেন, তারপর বললেন, এ কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল। আমার নামাজ আদায়ের ফলে আল্লাহ তা’আলা এগুলোকে আলোকিত করে দিয়েছেন। (সহিহ মুসলিম: ১৬৫৯)
অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যাবে নাগোসল ফরজ অবস্থায় পুরুষ ও নারীদের জন্য এবং হায়েজ-নেফাসের দিনগুলোতে নারীদের জন্য মসজিদে অবস্থান করা নিষিদ্ধ। আয়েশা (রা.) থেকে বর্ণিত নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
Advertisement
إِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ
ঋতুমতী নারী ও গোসল ফরজ হওয়া ব্যক্তির জন্য আমি মসজিদে অবস্থান বৈধ করি না। (সুনানে আবু দাউদ: ৬৪৫)
তাই গোসল ফরজ অবস্থায় এবং হায়েজ বা মাসিক এবং সন্তান জন্মদান পরবর্তী রক্তস্রাব চলাকালীন সময়ে নারীরা মসজিদের খেদমতে নিয়োজিত থাকতে পারবে না।
মসজিদের খেদমত ফজিলতপূর্ণ কাজমসজিদের খেদমত অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। সুরা হজে নবি ইবরাহিমকে (আ.) মসজিদ পবিত্র ও পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়ার কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন,
Advertisement
وَ اِذۡ بَوَّاۡنَا لِاِبۡرٰهِیۡمَ مَکَانَ الۡبَیۡتِ اَنۡ لَّا تُشۡرِکۡ بِیۡ شَیۡئًا وَّ طَهِّرۡ بَیۡتِیَ لِلطَّآئِفِیۡنَ وَ الۡقَآئِمِیۡنَ وَ الرُّکَّعِ السُّجُوۡدِ
আর স্মরণ কর, যখন আমি ইবরাহিমকে সে ঘরের (বায়তুল্লাহ) স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম, আমার সাথে কাউকে শরিক করবে না এবং আমার ঘরকে পাক সাফ রাখবে তাওয়াফকারী, রুকু-সিজদা ও দাঁড়িয়ে নামাজ আদায়কারীদের জন্য। (সুরা হজ: ২৬)
ওএফএফ/জিকেএস