প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই খুলনায় কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে নাগরীর জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অবরোধ চলাকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
খুবি শিক্ষার্থী মোস্তাকিম বিল্লাহ বলেন, শুরুতে আমরা চারদফা দাবিতে আন্দোলন করেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে যে গেম খেলা হচ্ছে, তাতে চারদফার পরিবর্তে দাবিগুলো এক দফায় পরিণত হয়েছে। সাইফ নেওয়াজ নামের আরেকজন বলেন, ‘আমরা মেধাবী ছাত্রছাত্রী দিয়ে পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই। আমাদের সামনে যত বাধা আসুক না কেন, আমরা পিছপা হবো না।’
Advertisement
আলমগীর হান্নান/এসআর/জেআইএম