দেশজুড়ে

কোটা সংস্কারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন-বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল কুমারশীল মোড় প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী শাহ আলম পালোয়ান বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা নাম ভাঙিয়ে কোটার কথা বলে আমাদের হেনস্তা করছে। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই। আমরা চাই কোটা সংস্কার করে পাঁচ শতাংশে নামিয়ে আনা হোক।’

ফাহিম মুনতাসির নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা হাইকোর্টের রায়কে সবসময় সম্মান জানাই। আমরা কোটা বাতিল চাই না, কোটার যৌক্তিক সংস্কার চাই।’

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস