জাতীয়

শাহবাগে পুলিশের সাঁজোয়া যান ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে রাজধানীর শাহবাগে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের সাঁজোয়া যানে উঠে পড়েন ছাত্ররা। সাঁজোয়া যান ঘিরেই বিক্ষোভ করতে থাকেন তারা।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের তিন দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থানশাহবাগের অবস্থানে যুক্ত হয়েছেন জগন্নাথের শিক্ষার্থীরা

Advertisement

এসএম/এমএইচআর/জিকেএস