বাবার কবরের পাশে শায়িত হলেন কবি মাকিদ হায়দার। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৮টায় পাবনা সদর উপজেলার অরিফপুর কবরস্থানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
Advertisement
কবির ছোট ভাই ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফ হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফপুরে কবরস্থানে কবিকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন পাবনার কবি, সাহিত্যিকসহ এলাকার সর্বস্তরের মানুষ। এর আগে ঢাকা থেকে বুধবার রাত পৌণে ১১টায় কবির মরদেহ পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ চত্বরে পৌঁছায়। সেখানে পাবনার বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান হয়।
এর আগে বুধবার (১০ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবি মাকিদ হায়দার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি।
Advertisement
আমিন ইসলাম জুয়েল/আরএইচ/জেআইএম