বিনোদন

ছুটি শেষে কনসার্টে ফিরছে ‌‘সোনার বাংলা সার্কাস’

ঈদের ছুটি কাটিয়ে দর্শক মাতাতে আজ (১১ জুলাই) ফিরছে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডদল। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট করে মাতিয়েছে শ্রোতাদের। ভিন্নধর্মী গান ও মিউজিকের জন্য ব্যান্ডটির আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তরুণদের মাঝে।

Advertisement

শুধু কি দেশে? না, প্রতিবেশী দেশগুলোতে ‘সোনার বাংলা সার্কাস’র ভক্তশ্রেণি তৈরি হয়েছে। ব্যান্ডের প্রধান সংগীতশিল্পী প্রবর রিপন জানান, ঈদের পর প্রথম কনসার্টে যাচ্ছি রাজধানীর পাশের জেলায়। সামনে বেশ কয়েকটি কনসার্টে অংশগ্রহণ করবে ‘সোনার বাংলা সার্কাস’ দেশ ও বিদেশে।

আরও পড়ুন দুই তরুণের গান গাইলেন সামিনা  আসছে লিজার নতুন গান 

পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডটি। এটি দেশের বিভিন্ন প্রান্তে স্টেজ শো করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

২০১৮ সালে গঠিত হয়েছে ‘সোনার বাংলা সার্কাস’। বছর দেড়েক পর তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ হয়। বর্তমানে ব্যান্ডটির লাইন আপে রয়েছেন- প্রবর রিপন (ভোকাল), পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ (গিটার), হাসিন আরিয়ান (ড্রামস), শাকিল হক (বেজ গিটার) ও সাদ চৌধুরী (কীবোর্ড)।

Advertisement

এমআই/এমএমএফ/জিকেএস