বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটি মেসার্স জাজ মাল্টিমিডিয়া এবং তার স্বত্বাধিকারী আবদুল আজিজের নামে বেনামে যে সব প্রতিষ্ঠানের ও সমিতির সদস্যপদ রয়েছে, তাদের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটির ১৮ই ডিসেম্বরের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, মো. শরীফ উদ্দিন খান দিপু, আবদুল আলিম, যুগ্ম সদস্য সচিব সামসুল আলম, কামাল মো. কিবরিয়া লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, সমন্বয়ক মো. ইকবাল, সদস্য, কাজী হায়াৎ, এজে রানা, শাহ মো. সিকান্দার আলী সেন্টু ও শাহ আলমগীর বাচ্চু।সভায় বিস্তারিত আলোচনা শেষে ৩টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ বিষয়ে বলা হয়- সাধারণ প্রযোজক পরিবেশকদের দাবির প্রেক্ষিতে গত ৩রা ডিসেম্বর মেসার্স জাজ এক্সট্রিম ডিজিটাল প্রজেকশনের স্বত্বাধিকারী আবদুল আজিজকে ডিজিটাল মেশিন ভাড়া বাদ দেয়ার ব্যাপারে যে আলোচনা হয়েছিল উক্ত আলোচনায় তিনি তিন দিন সময় নিয়েছিলেন। কিন্তু পনের দিন অতিবাহিত হওয়ার পরও আবদুল আজিজ কোন সিদ্ধান্ত দেননি, এমনকি কোন যোগাযোগও করেননি। ফলে আজকের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হলো প্রযোজক পরিবেশকরা মেসার্স জাজ এক্সট্রিম ডিজিটাল প্রজেকশনের মাধ্যমে কোন ছায়াছবি প্রদর্শন করবে না। আগামী ২৬শে ডিসেম্বর থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি কর্তৃক ডিজিটাল মেশিন সরবরাহসহ সব ধরনের সহযোগিতা করে ছায়াছবি মুক্তি দেয়ার ব্যবস্থা করবে।দ্বিতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, মেসার্স জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ সমিতির নিয়মনীতি না মানায় ইতিপূর্বে সমিতি কর্তৃক ও হাইকোর্টের আদেশে আবদুল আজিজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত বহাল রয়েছে। অদ্যকার সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে আবদুল আজিজের নামে বেনামে যেসব প্রতিষ্ঠানের সদস্যপদ রয়েছে সেসব সদস্যপদের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো।তৃতীয় সিদ্ধান্তে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির উপদেষ্টা কমিটিতে যেসব সম্মানিত সদস্য রয়েছেন তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে যদি বাইরের কোন ডিজিটাল মেশিন লাগানো থাকে, তাদেরকে এক মাসের মধ্যে নিজস্ব ডিজিটাল মেশিন স্থাপন করার জন্য অনুরোধ করা হলো।
Advertisement