খেলাধুলা

তৃতীয় ম্যাচেও জিম্বাবুয়েকে হারিয়ে দিলো ভারত

প্রথম ম্যাচে লজ্জাজনক হারের কথা ভুলে স্বাগতিক জিম্বাবুয়েকে এখন আর নিজেদের সামনে দাঁড়াতেই দিচ্ছে না শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচের মত তৃতীয় ম্যাচেও স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়েছে ভারতীয়রা।

Advertisement

যদিও এই ম্যাচে বেশ ভালো লড়াই করলো জিম্বাবুয়ে। ভারতের করা ১৮২ রানের জবাবে তারা ১৫৯ রান পর্যন্ত চলে গিয়েছিলো। হারলো ২৩ রানের ব্যবধানে। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন ওয়াশিংটন সুন্দর।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে ভারত। অধিনায়ক শুভমান গিলের ব্যাট অবশেষে কথা বলেছে। ৪৯ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন তিনি। ৩টি ছক্কার সঙ্গে ছিল ৭টি বাউন্ডারির মার।

২৮ বলে রুতুরাজ গায়কোয়াড় করেন ৪৯ রান। জসস্বি জয়সওয়াল ২৭ বলে ৩৬ রান করে আউট হন। এছাড়া আগের ম্যাচে সেঞ্চুরি করা অভিষেক শর্মা আউট হন ১০ রান করে। ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি এবং সিকান্দার রাজা।

Advertisement

জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ডিওন মার্শ অপরাজিত থাকেন ৪৯ বলে সর্বোচ্চ ৬৫ রান করে। তবুও দলের পরাজয় এড়াতে পারেননি তিনি। ৩৭ রান করেন ক্লাইভ মাদান্দে। ১৮ রানে অপরাজিত থাকেন ওয়েলিংটন মাসাকাদজা।

আইএইচএস/